歌词
বন্দি রাতের বাঁধন ছিঁড়ে
খোলা আকাশের সূর্যোদয়
যাবার আছে অনেক দূরে
ক্লান্ত শরীরে ক্ষুধার দায়
ভাবলে শিউরে ওঠে মন
এই পথ যদি না শেষ হয়
এই পথ যদি না শেষ হয়
নাম-ঠিকানার রকমফের
জীবনের গল্পগুলো আলাদা
কোথাও এসে সব এক হয়ে যায়
দুঃসহ স্মৃতি মিহিন সুতোয় বাঁধা
অনিশ্চিত ভবিষ্যৎ ভাবিয়ে যায়
এই পথ যদি না শেষ হয়
এই পথ যদি না শেষ হয়