歌词
দৃষ্টির সীমানা জুড়ে
অচেনা পৃথিবী ঘুরে
তোমার পদচারণা আবার
আবছা রোদে গা ভিজিয়ে
তোমার অনুরোধ পেরিয়ে
অচেনা কোনো পথে ছুটে যাওয়া
চিঠিগুলো ভুল ঠিকানায়
সিগারেট ছাই আমার বিছানায়
ঘড়ির কাটা অবাক চেয়ে রয়
টিক টিক টিক টিক টিক টিক...
জ্বলে উঠে আগুন
নিভে যায় আমার দুচোখ
তপ্ত বিরহ দ্বিগুন
পুড়ে সব ছারখার
জ্বলে উঠে আগুন
নিভে যায় আমার দুচোখ
তপ্ত বিরহ দ্বিগুন
ভুলে যাই বারবার
ঘোর ভাঙা দুপুরে
কফির চুমুকে
তোমার ভাবনায়
হৃদয় অসহায়
মাতাল করা শূন্যতায়
ক্যানভাসে আঁকা উষ্ণতায়
রঙের তুলিতে আজ
উপহাস
চিঠিগুলো ভুল ঠিকানায়
সিগারেট ছাই আমার বিছানায়
ঘড়ির কাটা অবাক চেয়ে রয়
টিক টিক টিক টিক টিক টিক...
জ্বলে উঠে আগুন
নিভে যায় আমার দুচোখ
তপ্ত বিরহ দ্বিগুন
পুড়ে সব ছারখার
জ্বলে উঠে আগুন
নিভে যায় আমার দুচোখ
তপ্ত বিরহ দ্বিগুন
ভুলে যাই বারবার
জ্বলে উঠে আগুন
নিভে যায় আমার দুচোখ
তপ্ত বিরহ দ্বিগুন
পুড়ে সব ছারখার
জ্বলে উঠে আগুন
নিভে যায় আমার দুচোখ
তপ্ত বিরহ দ্বিগুন
ভুলে যাই বারবার...