歌词
এখনো তোমার চোখে লিখা কি আমার গান?
এখনো তোমার মনে জমে আছে অভিমান
এখনো তোমার চোখে লিখা কি আমার গান?
এখনো তোমার মনে জমে আছে অভিমান
এখনো বিকেল হলে সূর্য বিদায় নিলে
হৃদয়ে বাজে কি সেই তান?
এখনো তোমার চোখে লিখা কি আমার গান?
এখনো তোমার মনে জমে আছে অভিমান
এখনো আকাশ মেঘে ফেরারী পাখির ঠোঁটে
আসে কি তোমার কাছে আমারই চিঠি?
যখনই দিশাহারা তোমারই সারাবেলা
ডাকে কি রাতের তারা মিটিমিটি
এখনো বিকেল হলে সূর্য বিদায় নিলে
হৃদয়ে বাজে কি সেই তান?
এখনো তোমার চোখে লিখা কি আমার গান?
এখনো তোমার মনে জমে আছে অভিমান
এখনো আমায় ভেবে নীরবে অধীর হয়ে
আসে কি তোমার চোখে শ্রাবণধারা?
অধরা ছায়ার মাঝে ভাসে কি স্মৃতির ছবি
হারানো রঙের মাঝে গতিহারা?
এখনো বিকেল হলে সূর্য বিদায় নিলে
হৃদয়ে বাজে কি সেই তান?
এখনো তোমার চোখে লিখা কি আমার গান?
এখনো তোমার মনে জমে আছে অভিমান
এখনো বিকেল হলে সূর্য বিদায় নিলে
হৃদয়ে বাজে কি সেই তান?
এখনো তোমার চোখে লিখা কি আমার গান?
এখনো তোমার মনে জমে আছে অভিমান
এখনো তোমার মনে জমে আছে অভিমান
এখনো তোমার মনে জমে আছে অভিমান