Låttexter

তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

তব পূণ্য-কিরণ দিয়ে যাক মোর মোহ-কালিমা ঘুচায়ে

Låttexten fortsätter nedan ...

Vill du inte se annonser? Uppgradera nu

মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আঁধারে
জানি না কখন ডুবে যাবে কোন অকুল-গরল-পাথারে
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আঁধারে
জানি না কখন ডুবে যাবে কোন অকুল-গরল-পাথারে

প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা
তব শ্রীচরণ তলে নিয়ে এস মোর মত্ত-বাসনা গুছায়ে

মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

আছ অনল-অনিলে, চির নভোনীলে, ভূধর-সলিলে, গহনে
আছ বিটপীলতায়, জলদের গায়, শশী-তারকায়, তপনে
আছ অনল-অনিলে, চির নভোনীলে, ভূধর-সলিলে, গহনে
আছ বিটপীলতায়, জলদের গায়, শশী-তারকায়, তপনে

আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া
আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে, বুঝায়ে

মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

Writer(s): Rajanikanto Sen

Vill du inte se annonser? Uppgradera nu

API Calls

Skrobbla från Spotify?

Anslut ditt Spotify-konto till ditt Last.fm-konto och skrobbla allt du lyssnar på från alla Spotify-appar på alla enheter eller plattformar.

Anslut till Spotify

Avvisa