Şarkı Sözleri
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী
আজ ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়ায়েছেন আসি
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী
ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়ায়েছেন আসি
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী
যে কামনা মনে আছে বল না ঠাকুরের কাছে
যে কামনা মনে আছে বল না ঠাকুরের কাছে
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যাহার যে অভিলাষী
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী
তরুছায়ে আয় রে ক্ষণে, বিরাম পাবি যে জীবনে
কোথা রে তুই তীর্থে যাবি? গয়া-গঙ্গা-কাশী?
কোথা রে তুই তীর্থে যাবি? গয়া-গঙ্গা-কাশী?
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী
মুঠো মুঠো যত চাবি, তখনই তা পেয়ে যাবি
অকাতরে বিলান ঠাকুর
অকাতরে বিলান ঠাকুর, কৃপা রাশি রাশি
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী
আজ ঠাকুর কল্পতরু হয়ে-
ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়ায়েছেন আসি
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী
দেখে যা, দেখে যা তোরা, ওরে নগরবাসী