Тексты песен

সময়ের সাথে আগাবো বলে
ভুলে গিয়েছিলাম বাস্তবতা
দু চোখে স্বপ্ন দেখিয়ে দিয়ে
হারিয়ে গেলে নির্জনতায়

হাজারো ভিড়ের মাঝে দেখি
তোমারি আকার সবসময়
বুঝতে পারিনি কি ভুল করেছি
তোমারি ছায়ায় রবো না আর

আমার রোদেলা আকাশে মেঘ জমে
সোনালী কিরণ ভাসে না চোখে
হবে না আমার মেনে নিলাম
বহুদিন পরে আজ রাত

এই রাত শেষ রাত
আমি তোমার আশায় কাটাবো
এই রাত শেষ রাত
তোমার নেশায় হারাবো
এই রাত শেষ রাত
দিশেহারা হয়ে থাকবো
এই রাত শেষ রাত
আমি অজ্ঞতায় ভাসবো

অদেখা আঘাতের বেথাটা কমাতে
দূরে যাবার সিদ্ধান্ত নিলাম
আমাকে দেখোনি তোমারি পাশে
আগামীর পথ হেটে চলার সময়

আমার আসার পাহাড় ভেঙে যায় ধসে
রুপালি সুর বাজে না মনে
কখনো ভেবোনা হেরে গেলাম
বহুদিন পরে আজ রাত

অবশেষে কাকে পাবে তুমি দেখি
কি চাও একটু বলো, কান পেতে শুনি
'বাসবে না তোমাকে কেউ আমার থেকে বেশি
খুঁজে বেড়াবে শুধু সারা দিন রাত্রি

এই রাত শেষ রাত
আমি তোমার আশায় কাটাবো
এই রাত শেষ রাত
তোমার নেশায় হারাবো
এই রাত শেষ রাত
দিশেহারা হয়ে থাকবো
এই রাত শেষ রাত
আমি অজ্ঞতায় ভাসবো

এই রাত
এই রাত
এই রাত
এই রাত
এই রাত
এই রাত
এই রাত
রাত

API Calls

Скробблишь из Spotify?

Подключи свой аккаунт Spotify к аккаунту Last.fm и регистрируй все, что ты слушаешь в приложениях Spotify на всех устройствах и платформах.

Подключиться к Spotify

Отклонить