Lyrics
আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে আছে সে আনন্দধাম
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি
আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে
INSTRUMENTAL
রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী
রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী
করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী
আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে
INSTRUMENTAL
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে
আজি সন্ধ্যা-সমীরণে লহো শান্তিনিকেতনে
আজি সন্ধ্যা-সমীরণে লহো শান্তিনিকেতনে
স্নেহ-কর পরশনে চিরশান্তি দেহো আনি
আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে